• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাতকে বিদেশী খেলা ‘সেফাক টাকরো’ টুর্নামেন্টের উদ্বোধন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২১
ছাতকে বিদেশী খেলা ‘সেফাক টাকরো’ টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে প্রথম বারের মতো বিদেশী খেলা ‘সেফাক টাকরো’ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। রোববার বিকেলে শহরের আকিজ ফ্যাক্টরী সংলগ্ন মাঠে সেফাক টাকরো খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, তরুন উদ্যোক্তা মাওমুদুল করিম নেওয়াজ।

ছাতক সেফাক টাকরো ক্লাব কর্তৃক আয়োজিত টুর্নামেন্টর উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রিড়া সংগঠক জাফর আহমদ, কাশেম মিয়া, বাদশা মিয়া, আজিম উদ্দিন প্রমূখ।

থাইল্যান্ডের এ খেলাটির মাঠ অনেকটা ব্যাডমিন্টন মাঠের মতো। মাঠের মাঝ বরাবরে থাকে ব্যাডমিন্টন খেলার নেটের মতো। প্রতি টিমে থাকে ৩জন করে খোলোয়ার। একটি নির্ধারিত মাঝারী আকারের বল দিয়ে এ খেলা খেলতে হয়। উভয় দলের খেলোয়ার বলটি মাথা অথবা পা দিয়ে এক শর্টে বা হেডে নেটের উপর দিয়ে মাঠের প্রতিপক্ষে অংশে পাঠাতে হয়। বলটি পাঠাতে না পারলে অথবা বলটি মাঠের যে অংশে পড়বে পয়েন্ট পাবে তার প্রতিপক্ষ দল। এ ধরনের খেলা ছাতকে এ প্রথম শুরু হওয়ায় ক্রিড়ামুদি যুবকদের মধ্যে বেশ আকর্ষণীয় হয়ে উঠে।