• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রাণের সিলেট’র উদ্যোগে দুই প্রবাসীকে সংবর্ধনা

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৮, ২০২১
প্রাণের সিলেট’র উদ্যোগে দুই প্রবাসীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক::অরাজনৈতিক অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ‘প্রাণের সিলেট’র উদ্যোগে দুই প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংগঠনের উপদেষ্ঠা, মানবতার ফেরিওয়ালা ফ্রান্স প্রবাসী মনোয়ার হোসাইন মুজাহিদ ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, মালয়েশিয়া প্রবাসী মো. মুবিন খান দেশে আগমন উপলক্ষে তাদেরকে এ সংবর্ধা দেয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর মদীনা মার্কেটের চিলি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রাণের সিলেট’র ভারপ্রাপ্ত সভাপতি এম. মাহফুজুর রহমান। সংগঠনের প্রচার সম্পাদক নাজমুল হোসাইনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার সংস্থা সিলেট বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহান।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা, ফ্রান্স প্রবাসী, মনোয়ার হোসাইন মুজাহিদ ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, মালয়েশিয়া প্রবাসী মো. মুবিন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজসেবী আবদুল আলী, প্রিয়জন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এনামুল হক লিলু, মৌলভীবাজার জেলা প্রাথমিক অধিদপ্তরের মনিটরিং কর্মকর্তা এম. শাহজাহান আহমদ, জকিগঞ্জের বারহাল ডিগ্রী কলেজের প্রভাষক মাওলানা তরিকুল ইসলাম,

এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার সাবেক ম্যানেজার তালিমুল ইসলাম, অনুরাগ সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক সঙ্গিত শিল্পী মাওলানা আনোয়ার হোসাইন গুলজার, সমাজসেবী আলী নূর রশিদ, যুক্তরাজ্য প্রবাসী আখতার উজ জামান, প্রিয়জন ফাউন্ডেশনের সদস্য আবদুল জব্বার শাহী, ট্রাস্ট ইসলামি ইন্সুরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ছাদেক আহমদ, ছাত্রনেতা মিলাদ আহমদ ও নুর আহমদ।

এসময় প্রাণের সিলেট সংগঠনের সদস্য ইমন মিয়া তালুকদার, সোহেল আহমদসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য শেখ আমির হুসাইন সাদি।
সভাপতির সমাপনী বক্তব্যের পূর্বে সংবর্ধিত অতিথিদ্বয়কে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

সভায় বক্তারা ‘প্রাণের সিলেট’ নামের অরাজনৈতিক অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠনের ভূয়সী প্রসংশা করে বলেন, সংগঠনটি সমাজের অবহেলিত বঞ্চিত জনগোষ্টির কল্যাণে কাজ করছে। প্রতিষ্ঠাকাল থেকে সকলের সার্বিক সহযোগিতায় দেশ-বিদেশে অনেক সুনাম অর্জন করেছে। এ অর্জন ও সুনাম ধরে রাখতে সাধ্যমতো সকলে এগিয়ে আসার আহবান জানান।