• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ধান কাটা উৎসবে অংশগ্রহণ করেন শামীমা শাহরিয়ার এমপি সহ কেন্দ্রীয় কৃষক লীগ নেতারা

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২১
সুনামগঞ্জে ধান কাটা উৎসবে অংশগ্রহণ করেন শামীমা শাহরিয়ার এমপি সহ কেন্দ্রীয় কৃষক লীগ নেতারা
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী  ২৪ এপ্রিল,  সকালে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের কৃষকের ধান কর্তন কার্যক্রমে যুক্ত হয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ। সুনামগঞ্জ জেলায় এই ধান কর্তন কার্যক্রমে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক,  মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের  সংসদ সদস্য  মোছাঃ শামিমা আক্তার খানম, বাংলাদেশ কৃষক লীগ এর কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ  সমীর চন্দ্র ও বাংলাদেশ কৃষক লীগ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং গাইবান্ধা-৩ আসনের  সংসদ সদস্য  উম্মে কুলসুম স্মৃতি, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন মিলন, সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল সহ সুনামগঞ্জ জেলা কৃষক লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।