• ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জ যুবলীগের উদ্যোগে দেখার হাওরে ধান কাটা উৎসব

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১২, ২০২১
সুনামগঞ্জ যুবলীগের উদ্যোগে দেখার হাওরে ধান কাটা উৎসব

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: কৃষকদের ধান কাটার জন্য উৎসাহিত করার লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুুল হোসেন খান নিখিলের দিক নির্দেশে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে সোমবার দুপুর ১২ টায় ধান কাটার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল। সুনামগঞ্জের বৃহত্তর হাওর দেখার হাওরের নীলপুর বাজার এলাকায় একজন অসহায় কৃষকের ধান কেটে দেন যুবলীগের নেতৃবৃন্দ।  এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি খন্দকার মনজুর আহমদ, সদস্য নুরুল ইসলাম বজলু সবুজ কান্তি দাস   ,সিতেষ তালুকদার মঞ্জু, জেলা ছাত্রলীগ সভাপতি দিপংকর কান্তি দে, অরিন্দম মৈত্র , প্রমুখ।  এছাড়াও যুবলীগের উদ্যোগ কে সংহতি জানিয়ে ধান কাটা উৎসবে যোগ দেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, অফিস সহকারী বিপ্লব তালুকদার।
যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন ,আবহাওয়ার পূর্বাভাস বলেছে সুনামগঞ্জ সহ বিভিন্ন স্থানে আগাম বন্যার সম্ভাবনা তাই সবার উচিত ধান পাকার সাথে সাথেই কেটে ফেলা । সরকারের পক্ষ থেকেও বিভিন্ন জেলা থেকে ধান কাটার দক্ষ শ্রমিক আনা হচ্ছে। তাই আমরা কৃষকদের উৎসাহ যোগাতে ধান কাটার উদ্বোধন করলাম।  গত বছর ও যুবলীগের নেতৃবৃন্দ ধান কাটায় সামিল ছিলেন।