• ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সরকার দেশের সকল হাসপাতালগুলোকে আধুনিকায়ন করতে কাজ করছে:সাংসদ মানিক

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১২, ২০২১
সরকার দেশের সকল হাসপাতালগুলোকে আধুনিকায়ন করতে কাজ করছে:সাংসদ মানিক

 

ছাতক প্রতিনিধি: ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সরকার স্বাস্থ্য বিভাগের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। দেশের হাসপাতালগুলোকে উন্নয়নের মাধ্যমে আধুনিকায়ন করা হচ্ছে। তিনি বলেন, জনদূর্ভোগ লাঘবে জেলায়-জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমানে এ করোনা মহামারীর সময়ে তিনি সকলকে সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, কোভিড-১৯ ভ্যাক্সিন নেয়া সকলের জন্য প্রয়োজন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবানও জানান তিনি। সোমবার সকালে সুনামগঞ্জ জেলার একমাত্র ছাতক ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধন ও হাসপাতালে ডেন্টাল ইউনিট উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ডা.সাইদুর রহমান, ডা.ফয়সল আহমদ, ডা.ফাতেমাতুজ জোহরা, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, ইউপি সদস্য সুনু মিয়া, ছাতক প্রেসক্লাব একাংশেরর সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ব্যবসায়ী মাও.আকিক হোসেন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী আবুল হাসান, ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের জেনারেল সেক্রেটারি অরুণ দাস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায় প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ক্বারী আব্দুস সামাদ।