• ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইসরাইলে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা আমিরাতের

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১২, ২০২১
ইসরাইলে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা আমিরাতের

ইসরাইলের বিভিন্ন কৌশলগত খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর উপ-প্রধান শেখ মোহাম্মদ বিন জায়েদের ফোনালাপের পর এই ঘোষণা দেয় আমিরাত।

সংযুক্ত আরব আমিরাত ১০ বিলিয়ন ডলারের তহবিলের সাহায্যে ইসরাইলের জ্বালানি, শিল্প উৎপাদন, পানি, মহাকাশ, স্বাস্থ্যসেবা, কৃষি-প্রযুক্তি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করবে।

এর আগে বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রীর আবুধাবি সফরের কথা জানানো হলেও পরে জর্দানের নিজ আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়ায় সফর বাতিল করা হয়।

গত বছরের সেপ্টেম্বরে ইবরাহিমি চুক্তির আওতায় এই বিনিয়োগ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতামূলক সম্পর্ককে এগিয়ে নেয়ার উদ্যোগ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৫ সেপ্টেম্বর সম্পাদিত এই চুক্তির মাধ্যমে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত স্বাভাবিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে অর্থনীতি, বাণিজ্য, জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়।

সূত্র : খালিজ টাইমস