• ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইংল্যান্ডে জিসিএসই ও এ-লেভেল পরীক্ষা বাতিল,শিক্ষকরাই গ্রেড নির্ধারণ করবেন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২১
ইংল্যান্ডে জিসিএসই ও এ-লেভেল পরীক্ষা বাতিল,শিক্ষকরাই গ্রেড নির্ধারণ করবেন

বিবিএন নিউজ ডেস্ক:ইংল্যান্ডে জিসিএসই ও এ-লেভেল পরীক্ষা বাতিল করা হয়েছে । করোনাভাইরাস মহামারির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বছর তাই শিক্ষকরাই শিক্ষার্থীদের গ্রেড নির্ধারণ করবেন। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়েছে, শিক্ষকরা এবার এসাইনমেন্ট, রচনা এবং কোর্স চলাকালীন নেয়া পরীক্ষার ফলাফলের সমন্বয় করে গ্রেড প্রদান করবেন। এই ফলাফল প্রকাশ করা হবে আগস্ট মাসের পূর্বেই।

এ নিয়ে স্কুলমন্ত্রী নিক গিব বলেন, সরকার সবথেকে ভালো পদ্ধতিটি বাছাইয়ের চেষ্টা করেছে। শিক্ষার্থীরা যাতে ন্যায্য ফলাফল পায় তা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একটি টুইট করেছেন। এতে তিনি বলেন, মহামারির কারণে কোনো শিশুর পিছিয়ে পরা উচিৎ নয়। এ কারণেই সরকার একটি ন্যায্য ও সহনশীল পদ্ধতির মধ্য দিয়ে শিক্ষার্থীদের ফলাফল নির্ধারণ করবে। এরফলে শিক্ষার্থীরা তাদের পড়াশুনার পরবর্তী ধাপে পৌঁছে যেতে পারবে।( মানবজমিন)