• ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইংরেজিতে লেখা সাইনবোর্ডে লাল কালি দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২০
ইংরেজিতে লেখা সাইনবোর্ডে লাল কালি দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা

চট্রগ্রাম প্রতিনিধিঃ  বন্দরনগরী চট্টগ্রামে ইংরেজিতে লেখা বেশকিছু প্রতিষ্ঠানের সাইনবোর্ড লাল কালি দিয়ে মুছে দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টা ২৫ মিনিট থেকে প্রায় ঘণ্টাব্যাপী নগরীর নিউমার্কেট এলাকায় তারা এ কার্যক্রম পরিচালনা করেন।কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, মুক্তিযুদ্ধ গবেষক ও গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ জ ম সাদেক, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সুজসময় চৌধুরী, মশিউর রহমান খান, ডা. আর কে রুবেল, আরফাতুল মান্নান ঝিনুক, জয়নুদ্দিন আহমদ, নিজামউদ্দিন আহমদ প্রমুখ।

সরেজমিনে দেখা যায়, বীর মুক্তিযোদ্ধারা শুরুতেই জলশা মার্কেটের বাটা শো রুমের ইংরেজি সাইনবোর্ডে কালি দেন। পরে একে একে নিউমার্কেট এলাকার বিভিন্ন মার্কেটে বাটা জুতা, বার্জার রং, অপো মোবাইল, ভিভো মোবাইল, বনফুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ইংরেজি সাইনবোর্ডগুলো লাল কালি দিয়ে ঢেকে দেন। এ সময় বীর মুক্তিযোদ্ধারা এসব প্রতিষ্ঠানের মালিকদের আগামী জানুয়ারির আগে এসব সাইবোর্ড বদলে বাংলা সাইনবোর্ড লাগানোর অনুরোধ জানান। অন্যথায় পরেরবার এসব সাইন বোর্ড ভেঙে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মুক্তিযুদ্ধ গবেষক ও গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান জাগো নিউজকে বলেন, ‘এসব কাজ ছিলো পুলিশের-প্রশাসনের। আমরা গত তিন বছর ধরে মানুষকে এ বিষয়ে বুঝিয়ে আসছি। কিন্তু কোনো কাজ না হওয়ায় আজ বাধ্য হয়ে বৃদ্ধ বয়সে মাঠে নেমেছি। কাউকে কষ্ট দেয়া আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশে বাংলা ভাষার এ অপমান সহ্য করা যায়না।’