• ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

ছাতক প্রেসক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবিরকে বিদায় সংবর্ধনা

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২০
ছাতক প্রেসক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবিরকে বিদায় সংবর্ধনা

 

বিবিএন নিউজ ডেস্ক:বদলীজনিত কারনে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার রাতে ছাতক প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা সভায় বক্তারা বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের এখানে কর্মকালীন সময়ে তার কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করেন। বক্তারা বলেন, এ কর্মকর্তার মাঝে শাষন,সোহাগ উভয়ই ছিল লক্ষনীয় বিষয়। কোন অনৈতিক কর্মকান্ডকে তিনি কখনো প্রশ্রয় দেননি। ছাতক প্রেসক্লাব একাংশের সভাপতি সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিদায়ী অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির বলেন, তার মাকে দেয়া শর্ত অনুযায়ী ঘুষ-দূর্নীতির উর্ধ্বে থেকে তিনি সরকারের অর্পিত দায়িত্ব পালন করবেন। এতে বাধা-বিপত্তি আসলেও তিনি পিচু হটবেন না। সততা, ন্যায় ও দায়িত্বপরায়নতা এবং কর্ম তৎপরতাই তার ভবিষ্যত জীবনের ব্রত। তিনি সকলের দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেন। সংবর্ধনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, ন্যাপের কেন্দ্রিয় পরিষদের সদস্য, সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারন সম্পাদক আব্দুল ওদুদ, ডাঃ শাহিন রেজা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আকিজ প্লাস্টিক লিমিটেড ছাতকের ম্যানেজার সুমন সরকার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, এড. শাহাব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু। এ সময় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, ছাতক পৌর আওয়ামলীগ নেতা সাব্বির আহমদ, বিএনপি নেতা আব্দুর রশীদ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ূম সিদ্দিকী, ব্যবসায়ী কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক ফাহিম শাহরীয়ার রেজওয়ান, তালামীয নেতা হাফিজ আইয়ূব আলী, হাফিজ সজীব আহমদ,সেলিম মাহবুব, ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, তমাল পোদ্দার, মাহবুব আলম, সদরুল আমিন, আমীর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।