• ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইংল্যান্ডে মানব পাচারকারী সন্দেহে সিরিয়ান নাগরিক গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২০
ইংল্যান্ডে মানব পাচারকারী সন্দেহে সিরিয়ান নাগরিক গ্রেফতার

বিবিএন নিউজ ডেস্ক: ফ্রান্স থেকে নৌকা যোগে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধ অভিবাসীদের ইংল্যান্ডে প্রবেশ থামাতে হিমশিম খাচ্ছে ব্রিটিশ হোম অফিস। করোনা মহামামী শুরুর পর গত জুলাইয়ে একদিনেই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডের ভূমিতে পৌঁছেছে প্রায় ৩শ অবৈধ অভিবাসী। এসব অবৈধ অভিবাসীদের ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ডিঙ্গী যোগে ইংল্যান্ডে প্রবেশ করতে সহযোগিতা করছে বিশাল একটি মানবপাচারকারী চক্র। গত মে মাস থেকে তাদের ধরার জন্যে অভিযান শুরু করেছে হোম অফিস। গত কয়েক মাসে অভিযান চালিয়ে অন্তত ১৪ জনকে গ্রেফতার করা হয়। আর সর্বশেষ বৃহস্পতিবার সকালে উত্তর-পশ্চিম লন্ডনে নিজের ফ্ল্যাটে বিশেষ অভিযান চালিয়ে ৩৬ বছর বয়সী সিরিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়। বাকীদের গত কয়েক মাসে লন্ডন এবং শেফিল্ড থেকে গ্রেফতার করা হয়। সংঘবদ্ধ এই চক্রটি গত মে মাসে ছোট্ট ডিঙ্গীতে করে অবৈধভাবে অন্তত ৬শ’র বেশি অভিবাসীকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে প্রবেশে সহযোগিতা করেছে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই সিরিয়ান নাগরিক।