• ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

ওল্ডহামের বাসিন্দা মর্তুজ আলী আর নেই

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০
ওল্ডহামের বাসিন্দা মর্তুজ আলী আর নেই

বিবি এন নিউজ ডেস্কঃ গ্রেটার মানচেষ্টারের ওল্ডহামের স্হায়ী বাসিন্দা মুহাম্মদ মর্তুজ আলী আর নেই। তিনি আজ সকালে চিকিৎসাদিন অবস্থায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশেষ ত্যাগ করেন।( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজীউন)

তিনির বড় ছেলে হাফেজ মিজান আলী তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। জনাব মর্তুজ আলী দির্গদিন ধরে ওল্ডহামে বসবাস করে আসছিলেন। গত এপ্রিল মাসে তিনি দেশে বেড়াতে গেলে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। উচ্চরক্তচাপ, সহ বিভিন্ন রোগে তিনি আগথেকেই ভোগ ছিলেন।

পরিবারের পক্ষ থেকে মাইয়্যেতের জন্য দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য যে উনার দেশের বাড়ী, সিলেট জেলার বিশ্বনাথ থানার সিংগের কাছের মাইজ গাও গ্রামে।