• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আকবরের সঙ্গে লাপাত্তা নোমানও

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২০
আকবরের সঙ্গে লাপাত্তা নোমানও

বিবি এন নিউজ সিলেটঃ সিলেটে রায়হান খুনের প্রধান সন্দেহভাজন আকবর লাপাত্তা। ১৩ দিনেও পুলিশ তাকে আটক করতে পারেনি। পুলিশের ধারণা- আকবর দেশে নেই। ইতিমধ্যে দেশের অভ্যন্তরে তাকে ধরতে একাধিক অভিযান চালানো হয়েছে। এদিকে আকবর লাপাত্তা হওয়ার দিন থেকেই ‘গায়েব’ সিলেটের কোম্পানীগঞ্জের সাংবাদিক নোমানও। তারও কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আকবরের সঙ্গে সাংবাদিক নোমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সম্পর্কে তারা খালাতো ভাই বলেও জানা গেছে।
বন্দরবাজার ফাঁড়ি পুলিশের দায়িত্ব থাকাকালে আকবরের নানা বিতর্কিত ঘটনার সঙ্গে নোমানেরও সম্পর্ক ছিল। নোমানের বিষয়টি প্রকাশ পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নোমানের কোম্পানীগঞ্জের বাড়িতে গিয়ে তাকে খুঁজেছে। তার পিতা ইসরাইল আলীকেও জিজ্ঞাসাবাদ করেছে। রায়হান খুনের আগে ও পরে নোমানের সঙ্গে একাধিকবার আকবরের মোবাইল ফোনে কথা হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে- রায়হান হত্যার ঘটনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর এসআই আকবরকে পুলিশলাইনে সংযুক্ত করা হয়।