• ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাতকে বিএনপিনেতা আবু সুফিয়ানের পিতৃ বিয়োগ,বিভিন্ন মহলের শোক প্রকাশ

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১১, ২০২০
ছাতকে বিএনপিনেতা আবু সুফিয়ানের পিতৃ বিয়োগ,বিভিন্ন মহলের শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি,ছাতক থেকেঃ সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ানের পিতা, বিশিষ্ট মুরুব্বী হাজী মহসিন আলী মাস্টার (মুছন আলী) ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)।গতকাল শনিবার সকাল ৭ টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ পুত্র, ৪ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রবীন ব্যক্তিত্ব হাজী মহসিন আলী মাষ্টার ছাতক উপজেলার জাউয়া ইউনিয়নের মোগলগাঁও গ্রামের বাসিন্দা। বিকেল ৩ টায় মোগলগাঁও গ্রামের নিজ বাড়িতে মরহুমের যানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। যানাজায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ছাতক উপজেলা বিএনপি র আহ্বায়ক ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, জাউয়া ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, দোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, জাউয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজা মিয়া তালুকদার, জাউয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, জাউয়া ব্যবসায়ী কমিটির সভাপতি কবি আছাদুর রহমান আছাদ, সিলেট মহানগর বিএনপির সদস্য আলী আমজাদ, আনোয়ার হোসেন ময়না, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, দোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাইবুর রহমান, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ, সাধারন সম্পাদক অলিউর রহমান, বিএনপি নেতা আব্দুল মুক্তাদির আলমগীর , সায়েম আহমদ, এড আব্দুল আহাদ, হাজী রফিকুল ইসলাম, সেলিম আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমেদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য জামাল উদ্দিন, গাজী মিলটন, এমরান আহমদ ,সুনামগঞ্জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কামাল হোসেন তালুকদার, সুনামগন্জ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান সুজন, পারভেজ আহমেদ, শাহ কামাল, যুবদল নেতা জসিম উদ্দিন, স্থানীয় কাজী রেজিয়া নূর, মাদ্রাসা সুপার, মাওলানা নুরুজ্জামান মাহমুদ, কফলা জামে মসজিদের ইমাম ও খতিব সিরাজুল ইসলাম, মিসবাহ, আবু খালেদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযায় ইমামতি করেন, মরহুমের স্বজন মাওলানা এখলাছুর রহমান। জানাযার নামাজ শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মরহুমের স্বজন মাওলানা মামুনূর রশীদ।