• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতক থেকে অর্ধকোটি টাকার ভারতীয় ক্রীমসহ ২ চোরাকারবারি গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১১, ২০২০
ছাতক থেকে অর্ধকোটি টাকার ভারতীয় ক্রীমসহ ২ চোরাকারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতক থেকে অর্ধকোটি টাকা সমমূল্যের ভারতীয় ক্রিম জব্দসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর একদল সদস্য ।

র‌্যাব জানায়, শনিবার(১০ অক্টোবর) ভোর ৫টার দিকে র‌্যাব-৯এর এএসপি নাহিদ হাসান, এএসপি আফসান এর নেতৃত্বে ছাতকের টেংগারগাঁও এলাকা থেকে ভারতীয় ২৭ হাজার ১০০ পিস ক্রিম। যার আনুমানিক মূল্য ৫৪ লক্ষ ২০ হাজার টাকা।

এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ মো.আব্দুল জলিল (২৬) ও মো. ছানোয়ার হোসেন (১৯) নামে ২ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার শ্রীপুর গ্রামের মৃত আব্দুল্লাহ ছেলে আব্দুল জলিল (২৬) ও একই গ্রামের আব্দুল নুরের ছেলে মো.ছানোয়ার হোসেন (১৯)।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামি ও আলামত সংশ্লি­ষ্ট থানায় হস্তান্তর করেছে