• ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

ছাতকে শিক্ষিকা সুলতানা পারভীন লোদীর যোগদানের ২০ বছর পূর্তি কেক কেটে উদযাপন

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২০
ছাতকে শিক্ষিকা সুলতানা পারভীন লোদীর যোগদানের ২০ বছর পূর্তি কেক কেটে উদযাপন

বিবিএন নিউজঃ ছাতক উপজেলায় প্রিয় শিক্ষক “সুলতানা পারভীন লোদীর রাজার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের ২০ বছর পূর্তি কেক কেটে উদযাপন করেছেন প্রাত্তন ছাত্রবৃন্দ।গতকাল অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রাক্তন  ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, আলিম উদ্দিন (সহকারি শিক্ষক), কামরুল হক রাজন, রাজিব আহমদ, মইনুল আলম, কলিম উদ্দিন, সাঈম উদ্দিন, ইকবাল হোসেন তামিম, তায়িম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।