• ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ব্রিটেনে জরুরী প্রদক্ষেপ না নিলে করোনায় প্রতিদিন ৫০ হাজার আক্রান্ত,২শ মানুষের মৃত্যু হতে পারে

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২০
ব্রিটেনে জরুরী প্রদক্ষেপ না নিলে করোনায় প্রতিদিন ৫০ হাজার আক্রান্ত,২শ মানুষের মৃত্যু হতে পারে

বিবিএন নিউজ ডেস্ক: ব্রিটেনে করোনার বর্তমান সংক্রমণের হার এখনি বন্ধ না করা হলে, অক্টোবরের মাঝামাঝি পর্যায়ে প্রতিদিন ৫০ হাজার মানুষ আক্রান্ত হবেন। বাড়বে হসপিটালে রোগির সংখ্যা। নভেম্বরে মারা যাবেন প্রতিদিন গড়ে প্রায় ২০০ মানুষ। সরকারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্যার প্যাট্রিক ভ্যালেন্স এ সতর্কতা জারি করে বলেছেন, ইউকেতে মাত্র ৮ ভাগ মানুষের শরীরে এন্টিবডি। যা দিয়ে ভাইরাসের বিরুদ্ধে টিকে থাকা কঠিন হবে।

ব্রিটেনের প্রধান বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালান্স এ হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি বলেন, যদি কোনো ধরণের বাধানিষেধ আরোপ না করা হয় তবে শীঘ্রই দৈনিক আক্রান্তের সংখ্যা অর্ধলক্ষ ছারাবে এবং প্রতিদিন প্রায় ২০০ মানুষ মারা যাবে। এ খবর দিয়েছে বিবিসি।

ডাউনিং স্ট্রিটে এক বক্তব্যে এ হুঁশিয়ারি জানান স্যার প্যাট্রিক ভ্যালান্স। প্রধানমন্ত্রী বরিস জনসনও ইংল্যান্ডের জন্য নতুন করে বাধানিষেধ আরোপের কথা বিবেচনা করছেন। গত রোববার যুক্তরাজ্যে ৩ হাজার ৮৯৯ জন মানুষ করোনা সনাক্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১৮ জন।

ওই বক্তব্য দেয়ার সময় স্যার প্যাট্রিকের সঙ্গে ছিলেন সরকারের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা প্রফেসর ক্রিস হুইটি। স্যার প্যাট্রিক বলেন, এখন প্রতি ৭ দিনে মহামারি দুইগুন ভয়াবহ হয়ে উঠছে। যদি এখন এটি থামানোর চেষ্টা না করা হয় তাহলে অক্টোবরের মাঝামাঝি পর্যায়ে প্রতিদিন ৫০ হাজার মানুষ আক্রান্ত হবে বৃটেনে। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হলো এই দুইগুন বৃদ্ধির সয়টাকে সাত দিন থেকে বাড়িয়ে ফেলা।(ওয়ান বাংলা )