ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উপজেলার ৯ টি কলেজ থেকে ২৭৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছেন ১৩৩৭ জন। এতে পাশের হার শতকরা ৪৮. ১৯ ভাগ।
উপজেলার মধ্যে ছাতক সরকারি কলেজ থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
ছাতক উপজেলার ৬ টি মাদরাসা থেকে ২৬৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন ১৩৯ জন।পাশের হার শতকরা ৫২.৬৫ ভাগ।
উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ১৩৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছেন ১০৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৭৬.৯৮ ভাগ।
ছাতক সরকারি কলেজ থেকে ৬৭১ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছেন ৩৪৯ জন। গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ থেকে ৭৮২ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন ৩৪৯ জন। জনতা মহা বিদ্যালয় মঈনপুর থেকে ৩৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হন২২১ জন। জাউয়াবাজার ডিগ্রি কলেজ থেকে ৫৮৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছেন ২৫৫ জন। সমতা স্কুল এন্ড কলেজ থেকে ১০০ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন ৫৯ জন। ঝিগলী স্কুল এন্ড কলেজ থেকে ১৪১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৭ জন শিক্ষার্থী কৃতকার্য হন। বুরাইয়া স্কুল এন্ড কলেজ থেকে ৬৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন ৩৭ জন। বাংলাবাজার সামারুন নেছা স্কুল এন্ড কলেজ থেকে ৩১জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছেন ২২ জন। পালপুর স্কুল এন্ড কলেজ থেকে ৩৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হন ৮ জন।
এদিকে বুরাইয়া কামিল এমএ মাদরাসা থেকে ৫৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৩৪ জন। ছাতক জালালিয়া কামিল এমএ মাদরাসা থেকে ৬৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৩৮ জন। গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসা থেকে ৬২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৩৯ জন। সিংচাপইড় সিনিয়র আলিম মাদরাসা থেকে ১৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হন ১ জন।খরিদিচর সিনিয়র আলিম মাদরাসা থেকে ২০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ১১ জন কৃতকার্য হয়েছেন। পালপুর জালালিয়া আলিম মাদরাসা থেকে ৪০ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হন ১৬ জন। ছাতকের একমাত্র সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ১৩৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছেন ১০৭ জন। এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ( চ.দা) মো. আনিসুর রহমান।