ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোফাখখারুল ইসলাম, এএসআই তোহার নেতৃত্বে একদল পুলিশ সদস্য বিশেষ অভিযান চালিয়ে ছাতক উপজেলার রাজারগাঁও গ্রামের শমসু মিয়ার পুত্র সিআর-১৩১/২৫ (ছাতক) মামলার আসামি কবির মিয়া ও
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের আব্দুল মতিনের পুত্র ছাতক থানার মামলা নং-০২(১০)২৫ এর আসামি আব্দুর রহমান শুভকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।