ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে মৎস্যজীবীদের পুনর্বাসনে মাছ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে মাছ বাজার স্থাপনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।
এসময় আল আরাফা ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার ম্যানেজার মুজিবুর রহমান, মাওলানা জালাল উদ্দীন, মুরব্বি আমির আলী, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, গোবিন্দগঞ্জ ক্ষুদ্র মৎস্য সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান, আজর আলী, আব্দুল আজিজ, শাহাবুদ্দীন, ছাত্রনেতা মতিউর রহমান, জিয়াউল হক জিয়াসহ জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা এবং মৎস্যজীবী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।