• ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকের জাউয়াবাজারে হাইওয়ে পুলিশ ক্যাম্প উদ্বোধন

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫
ছাতকের জাউয়াবাজারে হাইওয়ে পুলিশ ক্যাম্প উদ্বোধন

ছাতক প্রতিনিধি

সিলেট সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজারে হাইওয়ে পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় জাউয়াবাজারে বিশেষ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে ও শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট শিশির চন্দ্র দাশ এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিওনের পুলিশ সুপার মো: রেজাউল করিম।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমদ,

হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের সহকারী পুলিশ সুপার মির্জা সাইজুদ্দিন, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান, সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ইন্সপেক্টর (অপারেশ) সঞ্জয় চক্রবর্তী, শেরপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুর রশিদ সরকার, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোশাহিদ আলী প্রমুখ।

সভা শেষে মোনাজাত পরিচালনা করেন জাউয়াবাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সাঈদ আহমদ।