ছাতক প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের বশিরপুর গ্রাম সংলগ্ন পূর্বের মাঠে পাঁচ ভাই ফুটবল ইনডোর এর উদ্বোধন হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে জুয়া, মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনতে পাঁচ ভাই ফুটবল ইনডোর স্থাপনের উদ্যোগ নেন বশিরপুর গ্রামের মরহুম আবদুল মছব্বিরের ছেলে তরুন ব্যবসায়ী আমির হোসেনসহ তার সহোদররা।
আজ বুধবার বেলা ২টায় কেক কেটে আনুষ্ঠানিক ভাবে পাঁচ ভাই ফুটবল ইনডোর এর উদ্বোধন করেন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
গ্রামীর প্রবীন মুরব্বি মর্তুজ আলীর সভাপতিত্বে পাঁচভাই ফুটবল ইনডোরের অন্যতম পরিচালক মকবুল হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চান্দ আলী, নুরুল হক, মকদ্দুছ আলী, মনুফর আলী, মর্তুজ আলী, সুন্দর আলী, সিরাজ মিয়া, মোবারক আলী, ছালেক আহমদ, আবুল হোসেন, নুরুল হোসেন, জমির আলী, ছোয়াব আলী, সাইদুল ইসলাম, রুশন আলী, ফয়জুল ইসলাম, আবদুল কাইয়ুম, মাহবুব মিয়া, আলামিন, ময়না মিয়া, লায়েছ মিয়া প্রমুখ।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ ক্রিড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।