• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপির যারা এমপি মন্ত্রী হতে চান তাদের জন্য প্রি-টেস্ট হয়ে গেল:মোঃ নিজাম উদ্দিন

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫
বিএনপির যারা এমপি মন্ত্রী হতে চান তাদের জন্য প্রি-টেস্ট হয়ে গেল:মোঃ নিজাম উদ্দিন

বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখার দিন শেষ, বিএনপির যারা এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য প্রিটেষ্ট হয়ে গেল। হাজার হাজার সাধারণ মানুষ নেতাকর্মী এক জায়গায় একত্রিত করে দীর্ঘ বক্তৃতা দেওয়ার নামই শুধু রাজনীতি নয়। সৃজনশীলতা মেধাভিত্তিক প্রতিযোগিতা ফেইসবুক অনলাইন মিডিয়ায় বিএনপিকে খোঁজে পাওয়া যায় না, নাই বললেই চলে। সাংগঠনিক ভাবে জাতীয় পর্যায়ে কিংবা জেলা উপজেলা পর্যায়ে ক’জন এক্টিভিষ্ট তৈরি করতে পারছেন? কেন সম্ভব হয় না, এটা কার দায়িত্ব! বিএনপি এতো বড় একটি সংগঠন অতি গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে ভাববার জন্য কারও কি কোন দায় নেই। অনেক জেলা উপজেলায় দেখেছি একজন ব্যক্তিকে বার বার সভাপতি আহবায়ক যুগের পর যুগ একই দায়িত্ব দিয়ে স্বপদে বহাল রাখা হচ্ছে, তাহলে এখানে এই অঞ্চলে তো আর ভালো মেধাবী নেতা তৈরি হওয়ার সুযোগ নেই, এটা দলের জন্য অতি ক্ষতির কারণ। এই প্রক্রিয়া দলকে বিভিন্ন অঞ্চলে জিম্মি কুক্ষিগত অন্ধ বিবেকহীন করে তুলছে। যারা সাধারণ মানুষ দলের নেতাকর্মীদের হাসাতে পারেনা, কাঁদাতে পারেনা, স্বপ্ন দেখাতে পারেনা, সাহসী করতে পারেনা, না পারে ভালো দুইটি কথা বলে পরিবেশটাকে প্রাণবন্ত করতে, তারাই যদি হয় বিএনপির বড় বড় নেতা ভালো কিছু কেমন করে হবে?

 

এতো অন্যায় অনিয়ম আর কিছু নিকৃষ্ট ব্যক্তিদের ক্ষমতার দাম্ভিকতা দেখে লজ্জা অপমানে মাঝে মাঝে মনে হয় বিএনপির সাথে ৩৩বছরের সম্পর্ক ছিন্ন করে ফেলি। যথেষ্ট করেছিও বটে, সরে এসেছি অনেক দুরে। যখন বিএনপির কিছু দায়িত্বে ছিলাম নিজের মেধা শ্রম চেষ্টা নিষ্ঠা উজাড় করে দিয়েছি, তবুও কত প্রতিবন্ধকতা আঘাত নিরবে সয়েছি। মঞ্চে যেমনি বক্তৃতা করেছি, তেমনি বিরামহীন ভাবে দলের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সাধ্য অনুযায়ী ফেইসবুক অনলাইনে গঠনমূলক লেখালেখি দীর্ঘদিন থেকে করছি, জেলা উপজেলার একজন নেতাও কোনদিন উৎসাহ সমর্থন দিয়ে একটি শব্দ আমার পক্ষে বলেনি। দলের পক্ষে লিখতে গিয়ে অন্যান্য রাজনৈতিক দলের অনেক প্রিয় বন্ধুদের মনোকষ্টের কারণ হয়েছি।

 

আমাদের অজস্র নেতাদের চিন্তা আধিপত্য বিস্তার আর নিজেদের কামড়া কামড়ি বলয়ভারী করার চেষ্টা দেখে নিরবে শুধু কষ্ট অনুভব করি, এভাবে এমপি মন্ত্রী হওয়া যায় না। দল ক্ষমতার খুব কাছাকাছি, শুধু নির্বাচনটা বাকী! অনেকেই এমপি মন্ত্রী হবেন, এই স্বপ্নে যারা বিভোর তাদের জন্য নিদারুণ চরম দুঃসংবাদ অপেক্ষা করছে। কারণ দেশবাসীর আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে বিএনপি অনেক দুরে সরে গেছে এবং অতি সুকৌশলে সরিয়ে দেওয়া হচ্ছে। বিএনপির নেতারা হয়তো এই বিষয়টি বুঝেও না বুঝার ভান করছেন, নতুবা অনুসন্ধান করা বুঝার সময় তাদের হাতে নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পোষা বেড়ালটিকে আদর করছেন এটা অনেক বড় প্রচার নিউজের কি খুব প্রয়োজন ছিল?

৫ই আগস্ট ২০২৪এর পরে বিএনপির বড় বড় ভুল গুলোর সংশোধনের কি উদ্যোগ নেওয়া হয়েছে? অনেক জেলা বারের নির্বাচনে চরম ভরাডুবি, ডাকসুর নির্বাচন সহ আরো কত কিছু হারিয়েছে বিএনপি।

ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের জন্য খুব ভালো কিছু করবেন, তাকে বিশ্বাস করার কোন কারণ দেখছিনা। ডক্টর মোহাম্মদ ইউনুস বা প্রশাসন ভালো নির্বাচন উপহার দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা বিএনপিকে পরিচালনার সুযোগ দিবে, কিংবা নির্বাচন হলেই অনেকেই এমপি মন্ত্রী হয়ে যাবেন এমন স্বপ্ন যারা দেখেন, তাদের জন্য ইংরেজি নয় ছয়ের গল্প অপেক্ষা করছে। যেমন 96 উল্টালেই 69 দেখতে পাবেন। আমার কাছে হিসেব সহজ ভোটের দিন বিএনপির জন্য নয় ছয়ের জায়গায়, ছয় নয় হবে। তার মানে এক লাখ ভোটের হিসাব করলে ত্রিশ হাজার কমবে।

 

লেখকঃ মোঃ নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান

উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ, ছাতক সুনামগঞ্জ।

সাবেক যুগ্ম সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপি।