ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকের জাহিদপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ল“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিকেলে জাহিদপুর পুলিশ ফাঁড়ির সামনে এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলার দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে ও পুলিশ অফিসার রাজন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র পুলিশ সুপার (সুনামগঞ্জ সার্কেল) আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান। এসময় বিভিন্ন পদ-মর্যাদার কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন।
বক্তারা বক্তব্যে বলেন, এই সমাবেশের মাধ্যমে পুলিশ এবং জনগণের মধ্যে দূরত্ব কমানো এবং একসাথে কাজ করে একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়া সম্ভব। উপস্থিত জনসাধারণকে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানিয়ে আরো বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সভা করে যাচ্ছেন। এই উদ্যোগ এলাকায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা-প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য চুরি, মাদক, জুয়া, যৌতুক, বাল্য বিবাহ ও সন্ত্রাসের মতো সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি করা।