• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

ছাতক সীমান্তে বিএসএফের পুশইন ২০ জন আটক

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৪, ২০২৫
ছাতক সীমান্তে বিএসএফের পুশইন ২০ জন আটক

ছাতক প্রতিনিধি:

ছাতকের নোয়াকোট বিওপি’র বাগানবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ’র পুশ ইন করা ২০জনকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার ভোরে উপজেলার ইসলামপুর ইউপির বাগানবাড়ি এলাকা থেকে পুশইন করা ৬ জন পুরুষ, ৮ জন মহিলা ও ৬ জন শিশুকে আটক করা হয়। ৩টি পরিবারের সদস্য তারা। তাদের মধ্যে ১৯ জনের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং ১ জনের বাড়ি পাবনা জেলার বা‌সিন্দার। মঙ্গলবার ভোরে বিজিবি তাদেরকে আটক আটক করে দুপুরে থানায় হস্তান্তর করেন।

 

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার দক্ষিণ আজুয়াটারি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৫৫), তার দুই স্ত্রী জাহেরা বিবি (৩৬) ও মনোয়ারা বিবি (৩৩)। ছেলে মজিদুল ইসলাম(১৮), আশিদুল হক (১৫), আব্দুল্লাহ (০৫), ইসমাইল (০২), মেয়ে আকলিমা খাতুন (১৪), জামিলা (১৩), জান্নাতি (১০), সুমাইয়া (১০) ও মজিদুল ইসলাম এর স্ত্রী রেহেনা বিবি (১৮)। একই থানার বড় ভিটা গ্রামের মৃত সোলেমানের ছেলে নজির হোসাইন (৮০), তার স্ত্রী মোমেনা বেগম(৭৪)। তাদের ছেলে মোঃ মমিনুল (৩২) এবং মমিনুলের স্ত্রী মোছাঃ আমিনা (২৮)। মমিনুলের ছেলে মাসুদ (১৬), আল আমিন (০৭), ও মেয়ে মোছাঃ মনিশা (০৫)। পাবনা জেলার ভাংগুরা থানার ভেড়া মারা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জান্নাতুল ফেরদৌস (২০) ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।