ছাতক প্রতিনিধ:
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে লক্ষিবাউর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি, উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে ও নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার(৪৩)।
গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সিকান্দার আলী, এসআই রেজাউল করিম, এএসআই নাসির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বুধবার দিবাগত রাতে লক্ষিবাউর বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সাত্তারকে গ্রেফতার করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।