• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাতকে বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় নির্বাচন অফিসের আঙ্গিনা ও রাস্তা।

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫
ছাতকে বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় নির্বাচন অফিসের আঙ্গিনা ও রাস্তা।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

ছাতক প্রতিনিধি:

ছাতকে সামান্য বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় উপজেলা নির্বাচন অফিসের আঙ্গিনা যাতায়াতের রাস্তা।

উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে এ রাস্তাটি অন্যতম। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার লোক যাতায়াত করে থাকেন। উপজেলা অফিসের পাশেই এবং সড়কের সাথে নির্বাচন অফিস। সামান্য বৃষ্টি হলেই নির্বাচন অফিসের আঙ্গিনা ও রাস্তা পানিতে ডুবে যায়। পানি নিস্কাসনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অফিসের কর্মকর্তা কর্মচারী, নাগরিকরা জুতা খুলে ও মহিলারা কাপড় ভিজিয়ে অফিসে যাতায়াত করতে হয়। প্রায় দুই থেকে তিন বছর ধরে এই গুরুত্বপূর্ণ অফিসের রাস্তা ও আঙ্গিনার বেহাল অবস্থা থাকলেও উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাতক উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আঙ্গিনা ও রাস্তা পানিতে ডুবে আছে। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় দিনের পর দিন এখানে পানি জমে থাকে। আঙ্গিনা ও রাস্তা পানিতে ডুবে থাকায় সাধারণ মানুষসহ কর্মকর্তা গনের চলাচল ব্যহত হচ্ছে। অফিসের রাস্তা থাকার পরও বিকল্প রাস্তা দিয়ে অফিসে যাতায়াত চলছে। এ অফিসের পাশেই ছিলো সাবরেজিস্টার অফিস। অল্প বৃষ্টি হলে পানি জমে সাবরেজিস্টার অফিসে ডুকে যেত। যার কারনে নিয়মিত অফিস করা যেত না। পরে পার্শ্ববর্তী বিল্ডিং ভাড়া নিয়ে সাবরেজিস্টার অফিসের কার্যক্রম বর্তমানেও চলছে।

এপানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা জরুরী।#

 

ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার বলেন, সামান্য বৃষ্টিতেই নির্বাচন অফিসারের কার্যালয়ের রাস্তা ও আঙ্গিনা তলিয়ে যায়। আমরা পৌরসভাকে জানিয়েছিলাম পানি নিষ্কাশনের জন্য। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের এলাকাবাসীর দাবি অতি দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে হবে।

 

তকিপুর গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, সামান্য বৃষ্টিতেই নির্বাচন অফিসের রাস্তা পানিতে ডুবে গেছে। রাস্তায় পানি থাকায় জুতা পায়ে দিয়ে অফিসে যাতায়াত করা যায় না। বর্ষাকাল আসার আগেই এই অবস্থা, তাহলে বর্ষাকাল এলে তো এই রাস্তা দিয়ে নৌকা চালাতে হবে। অতি দ্রুত এই রাস্তা সংস্করণের দাবি জানান তিনি।