• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে আফজলাবাদ রেলওয়ে স্টেশন জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৪
ছাতকে আফজলাবাদ রেলওয়ে স্টেশন জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল সম্পন্ন

 

আতিকুর রহমান আতিক,ছাতক সংবাদদাতা:
ছাতকের আফজলাবাদ রেলওয়ে স্টেশন জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এলাকার মুর্দেগানদের ঈসালে সাওয়াব উপলক্ষে প্রথম বার্ষিকি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা থেকে মধ্যরাত পর্যন্ত আয়োজিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য নূর আলম।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জের মাওলানা মুফতি ফজলুল করিম কবির খান্দানী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, চট্রগ্রামের মাওলানা রফিকুর রহমান মাহদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবনগর বাইতুর রহমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল হেকিম, মরহুম হেকিম আলী জামে মসজিদের ইমাম ক্বারী সাঈদ হোসাইন, আফজলাবাদ রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম কে এম মেরাজুল ইসলাম জিহাদি প্রমুখ।


এসময় ছাতক রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি খালেদ মিয়া, ফজল উদ্দিন ও সাংবদিক সুমন মিয়া। এছাড়া মাহফিলের আয়োজকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাবুল মিয়া, মনু মিয়া, আরই মিয়া, আশিকুর রহমান, আবদুল খালিক, আবুল লেইছ, মাহবুব আলম মিলাদ, নাহিন আহমদ, নানুর মিয়া, আবদুল মোত্তালিব, শাহিন আহমদ, সেলাল আহমদ, লিটন মিয়া, তৈয়ব আলী, সুহেল মিয়া, আলাল আহমদসহ এক যাক তরুন যুব সমাজ।


প্রসঙ্গত, দীর্ঘ ১৩ বছর ধরে আফজলাবাদ রেলওয়ে স্টেশনের পাঞ্জেগানা জরাজির্ন মসজিদটি বন্ধ ছিল। সংস্কারের অভাবে এবং রেলওয়ে স্টেশন বন্ধ থাকায় অপরাধিদের আস্তানায় পরিনত হয়। অবশেষে স্থানীয় কিছু যুব সমাজ মসজিদ সংস্কারের উদ্যোগ নেয় এবং গেল এক বছর ধরে জামে মসজিদে রুপ নেয়। ইমাম রেখে পাঁচ ওয়াক্ত নামায আদায় করছেন স্থানীয় মুসল্লিরা। নামায পড়তে পারায় এলাকার মানুষ খুশি।