• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করলেন এমপি মানিক

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২১
ছাতকে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করলেন এমপি মানিক

 

ছাতক প্রতিনিধি: ছাতকে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ছাতক সরকারী বহুমুখী মডেল হাই স্কুলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, ভবিষ্যত প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার বাস্তবমুখী একাধিক প্রকল্প হাতে নিয়েছে। সিলেটের পর সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠা করা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্কুলে-স্কুলে বাধ্যতামুলক করা হয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যত প্রজন্ম আধুনিক তথ্য-প্রযুক্তি শিক্ষায় দূর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন তথ্য-প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যত বাংলাদেশের নেতৃত্ব দেবে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ছাতক সরকারী বহুমুখী মডেল হাই স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টল পরিদর্শন করেন এমপি মানিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়। এসময় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, আওয়ামীলীগ নেতা ইসতিয়াক রহমান তানভির সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুপুরে উপজেলা পরিষদ কর্তৃক নব-নির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে আয়োজিত প্রথম মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি।