নিজস্ব প্রতিবেদকঃ ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তার কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় মতবিনিময় করেছেন ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ। গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে নিমন্ত্রণের বিষয়ে ইউএনও’র সাথে ও ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টা ব্যাপী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। ছাতক প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেট বানীর পত্রিকার উপজেলা প্রতিনিধি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল/ উত্তরপূর্ব পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাব/ দৈনিক শ্যামল সিলেট পত্রিকার উপজেলা প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজা, প্রচার সম্পাদক ও দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি জুনাইদ আহমদ জুনেদ, সদস্য ও দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আলী মুজিব, দৈনিক জালালাবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি নাজমুল ইসলাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের নতূন সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি নুর উদ্দিন ও দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।