বিবিএন ডেস্ক: ছাতকস্থ লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানা কর্তৃক ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রি আবারো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ। এ সংক্রান্ত একটি আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপীল ডিভিশনের চেম্বার কোর্ট এ আদেশ প্রদান করেন। ২৩ নভেম্বর চেম্বার কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দিয়েছেন।এর আগে শিল্প মন্ত্রনালয়ের এক চিঠিতে লাফার্জ-হোলসিমের ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রি বন্ধ করার নির্দেশ দেয়া হয়। গত প্রায় দু’মাস বন্ধ থাকার পর হাইকোর্টের এক আদেশে অ্যাগ্রিগেটস ব্যবসা (ক্রাশিং চুনাপাথর) আবারো চালু করে লাফার্জ হোলসিম। হাইকোর্টের বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ১৮ নভেম্বর শিল্প মন্ত্রনালয়ের নির্দেশের উপর এক মাসের স্থগিতাদেশ জারি করেন। এতে লাফার্জ হোলসিমের আবারো ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রির পথ সুগম হয়। এই আদেশের ৫ দিন পর সুপ্রিম কোর্টের আপীল ডিভিশনের চেম্বার কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান এক আদেশে ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রি আবারো বন্ধ রাখার নির্দেশনা দেন।