ছাতক প্রতিনিধি: ছাতকে রবি মৌসুমে বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ এবং হাইব্রীড জাতের ধানের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ এবং সরিষা প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে এসব সার, বীজ ও প্রদর্শনীর উপকরণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান, উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, আরিফ চৌধুরী, আনিসুর রহমান, আলাউদ্দিন, বিদ্যুৎ তালুকদার, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান রাজা সহ উপকারভোগী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ হাজর ৩শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ এবং ২ হাজার ৪শ’ কৃষকদের হাইব্রীড জাতের ধান বীজ এবং সরিষা প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।