• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেইসবুকে পােষ্ট যুবদল নেতা গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২১
ছাতকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেইসবুকে পােষ্ট যুবদল নেতা গ্রেফতার

বিবিএন ডেস্কঃ ছাতকে সামাজিক যােগাযােগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে কুরুচিপূর্ণভাবে পােষ্ট, শেয়ার ও প্রচার-প্রচারনার অপরাধে খায়ের উদ্দিন(৫০) নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ছাতক সদর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খায়ের উদ্দিন দক্ষিণবাগবাড়ী(লেবারপাড়া) এলাকার মৃত সানুর আলীর পুত্র।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে কুরুচিপূর্ণভাবে পােষ্ট, শেয়ার ও প্রচার-প্রচারনার অভিযােগে ছাতক পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ বাদী হয়ে যুবদল নেতা খায়ের
উদ্দিনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে ৯ নভেম্বর ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ধারা অনুযায়ী বলা হয়,ডিজিটাল মাধ্যম ব্যবহারে প্রতারনার আশ্রয় গ্রহন করে স্ব পরিচয়ে ও পরিচয় গােপন করে সামাজিক যােগাযােগ
মাধ্যমে ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রী ও ভারতীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পােষ্ট ও বিভ্রান্তিকর উক্তি করা হয়েছে।যা হেয়প্রতিপন্ন করার অভিপ্রায় ও মানহানিকর। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানােসহ সহায়তা করার অপরাধ। মামলা বিবরণ থেকে জানা যায়, ছাতক পৌর
যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের শিল্প বিষয়ক সহ সম্পাদক খায়ের উদ্দিন তার ব্যবহৃত ফেইসবুক আইডি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ ও অশ্লীলভাবে ডিজিটাল প্ল্যাটফরম ইলেট্রনিক বিন্যাসে শেয়ার ও পােষ্ট করেছে।যা ডিজিটাল নিরাপত্তা আইনে গুরুতর অপরাধ মামলার বাদী ছাত্রলীগ নেতা জামায়েল আহমদ ফরহাদ জানান
বাংলাদেশের ইতিহাসে তিনবারের সফল প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধুর সুযােগ্য তনয়া শেখ হাসিনাকে নিয়ে এমন বিভ্রান্তিকর ও বিকৃত করা ছবি পােষ্ট করে ক্ষমার অযােগ্য অপরাধ করেছে সে। এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করার অভিপ্রায়ও ছিল তার মধ্যে। মুজিব আদর্শের গড়া ছাত্রলীগের একজন কর্মী হিসেবে তিনি এমন জঘন্য অপরাধে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনে মামলা দায়ের করেছেন। ছাতক থানার অফিসার
ইনচার্জ(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান মামলা ও
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।