নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে অংশ নেয়া ৫১ জন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ নভেম্বর) সন্ধায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আইন শৃঙ্খলা সমন্বয় সেলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম), জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।
সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, রিটার্নিং কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, তৌফিক হোসেন খাঁন, শাহ শফিউর রহমান, মোস্তফা আহসান হাবীব।
ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ছাতক সদর ইউনিয়নের সাইফুল ইসলাম, কালারুকা ইউনিয়নের আশরাফুল আলম, উত্তর খুরমা ইউনিয়নের বিল্লাল আহমদ, এডভোকেট মনির উদ্দিন, দক্ষিণ খুরমা ইউনিয়নের আবদুল মছব্বির, আবদুল খালিক, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের গয়াছ আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের নিজাম উদ্দিন প্রমুখ। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন প্রার্থীরা।