নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে শেখ রাসেল দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে গ্রামীন ব্যাংক দোলারবাজার শাখা। সোমবার সকাল ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪০টি কেন্দ্রে এক ঘন্টায় ফলজ, বনজ ও ঔষধির ৪শ’ চারা রোপন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ জেলা জোনের যোনাল ম্যানেজার নিরাপদ অধিকারী, ছাতক এরিয়ার এরিয়া ম্যানেজার মোহাম্মদ মনির, দোলারবাজার শাখার শাখা ব্যবস্থাপক মো. আজিজুর রহমান। এসময় কেন্দ্রের সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, ওই ব্যাংকের উদ্যোগে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘন্টায় সারা দেশে ৯৩ লক্ষ সদস্যের মধ্যে ১৩ লক্ষ ৭০হাজার বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা জোনের যোনাল ম্যানেজার নিরাপদ অধিকারী জানান, শেখ রাসেল দিবস উপলক্ষে বিকেলে যোনাল অফিসসহ প্রতিটি শাখা কেন্দ্রে শেখ রাসেল সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, বৃক্ষরোপনের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ৯৩ লক্ষ সদস্য এবং তাদের পরিবারের সকলকে করোনা ভ্যাকসিন গ্রহণে উদ্ভুদ্ধ করা হয়।