• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে আলিফ টেইলার্স এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১, ২০২১
ছাতকে আলিফ টেইলার্স এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ছাতকে ক্লাব রোডস্থ রাজিয়া শপিং সেন্টারে “আলিফ টেইলার্স” নামে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্বোধন হয়, আজ ০১/১০/২১ইং শুক্রবার বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হয় উক্ত প্রতিষ্ঠানের পথচলা।

এসময় উপস্থিত ছিলেন ছাতক জালালিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আলী আসগর খান, কালারুকা লতিফিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, গাবুরগাও দাখিল মাদরাসার সুপার মাওলানা কামরুজ্জামান, ছাতক বাগবাড়ী মসজিদের খতিব মাওলানা আবুল লেইছ ফারুকী, নোয়ারাই ইসলামপুর মাদরাসার মুহতামীম মাওলানা মুহিবুর রহমান উসমান, শাহপরান লতিফিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জুয়েল আহমদ জামিল, ছাতক জালালিয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন, গাবুরগাও লতিফিয়া আইডিয়াল এর অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা তালামীযের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ মিনার, ছাতক উপজেলা যুবদল এর যুগ্ম আহবায়ক ইজাজুল হক রনি, উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরাম এর সভাপতি মুরাদ আহমদ, সহ সভাপতি সামছু উদ্দিন, মাওলানা সেলিম আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক এম শাহীন আহমেদ, সুনামগঞ্জ জেলা তালামীযের সদস্য টিএ সুলেমান, ছাতক উত্তর উপজেলা তালামীযের সভাপতি শাহজাহান, হাদা-পান্ডব ইসলাম বাজার মাদরাসার শিক্ষক হাফিজ সাজিদ আহমদ, মাওলানা গয়াছ আলী, মাওলানা মাহমুদুল হাসান নুমান, মাওলানা কাউসার আহমদ, জাহিদ হাসান লিটন, হাফিজ ফয়েজ আহমদ, সাইফুল ইসলাম, তোফায়েল আহমদ, ইউসুফ খান, মুহাম্মদ আলী, শামীম আহমদ, আলিম উদ্দিন, গিলমান আহমদ, ইমরান খান সহ আলিফ টেইলার্স এর প্রোঃ মাওলানা আল-আমীন ও নূর মোহাম্মদ।

আলিফ টেইলার্স উদ্ভোধন উপলক্ষে আয়োজন ভাগ্য লটারি, এতে তিন ভাগ্যবান বিজয়ী হয়েছেন।
প্রথম বিজয়ী মুহাম্মদ আয়াতুর রহমান, প্রোঃ মা এন্টারপ্রাইজ,জয়নগর পয়েন্ট।
দ্বিতীয় বিজয়ী মাওলানা কামরুজ্জামান সাহেব, সুপার গাবুরগাও দাখিল মাদরাসা।
তৃতীয় বিজয়ী তোফায়েল আহমেদ মিনার, সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা তালামীয।

বিজয়ী তিনজনকে পোশাক ডেলিভারির দিন পুরুষ্কৃত করা হবে।