বিবিএন ডেস্ক: সরকারবিরোধী ও সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ পাঁচজনের ফের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান শুনানি শেষে তাদের দুইদিন করে রিমান্ডের আদেশ দেন। অন্যদিকে চার দিনের রিমান্ড শেষে জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আবুল কালাম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
গত ৭ সেপ্টেম্বর একই মামলায় ৯ জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ রোববার ৯ আসামিকেই আদালতে হাজির করা হয়। এদের মধ্যে পাঁচজনের ফের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার এসআই মোহাম্মদ আমিনুল ইসলাম।
রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত ও রফিকুল ইসলাম খান।
অপর দুই আসামি জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আবুল কালাম স্বীকারোক্তি দিতে রাজী হওয়ায় ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম ও মোর্শেদ আল মামুন ভুইয়া তাদের জবানবন্দি রেকর্ড করেন। তারপর তাদের কারাগারে পাঠানো হয়।
এ ছাড়া অপর আসামি জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ ও নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রবকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েন আদালত।
এর আগে গত ৬ সেপ্টেম্বর রাতে ভাটারা এলাকা থেকে এই ৯ জনকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, জামায়াতের এ নেতারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় ভাটারা থানার এসআই হাসান মাসুদ মামলাটি দায়ের করেন।