• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আওয়ামিলীগের সাবেক সাংসদ আব্দুল মান্নান আর নেই

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১৩, ২০২১
আওয়ামিলীগের সাবেক সাংসদ আব্দুল মান্নান আর নেই

বিবিএন ডেস্ক: ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে কালীগঞ্জ শহরের আড়পাড়ার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যান আব্দুল মান্নান। তবে, দীর্ঘদিন ধরে শারীরিক কিছু সমস্যায় ভুগছিলেন তিনি।

এদিকে, আব্দুল মান্নান’এর মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন ঝিনাইদহ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারসহ রাজনৈতিক নেতাকর্মী।

উল্লেখ্য, তার রাজনৈতিক জীবনে ১৯৭৭ সাল থেকে টানা তিন বার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, ১৯৯৩ সাল থেকে দুই বার পৌর চেয়ারম্যান এবং ২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে নির্বাচিত হন। এছাড়া ২০০৪ সাল থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছিলেন আব্দুল মান্নান।