• ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই সফর, ১৪৪৭ হিজরি

কোণাবাড়িতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১৩, ২০২১
কোণাবাড়িতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিবিএন ডেস্ক: গাজীপুরের কোনাবাড়িতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব মাথায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন কালু (৩১) ময়মনসিংহ জেলার ভালুকা থানার সোহাল গ্রামের মৃত্যু কুদরাত আলীর ছেলে। সে কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে সালনা এলাকার ফ্রেন্ডস নিটিং লিমিটেড নামক একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, নিহত কবির সকালে কোনাবাড়ী থেকে তার কর্মস্থল সালনায় যাওয়ার পথে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব মাথায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। আটককৃত ঘাতক ট্রাক ড্রাইভার নূর মোহাম্মদ (৪৫) জয়পুরহাট জেলার সদর থানা এলাকার শামসুদ্দিনের ছেলে।