• ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকের উদিয়মান তরুণ শিল্পী আলী ইনসানের জানাজা ও দাফন সম্পন্ন। 

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৫
ছাতকের উদিয়মান তরুণ শিল্পী আলী ইনসানের জানাজা ও দাফন সম্পন্ন। 

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকের উদীয়মান ও জনপ্রিয় তরুণ কণ্ঠ শিল্পী আলী ইনসানের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বিকাল ২টার সময় গণেশ পুর খেয়াঘাট সংলগ্ন মালুর মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজায় শোকার্ত মানুষের ঢ্ল নামে।জানাজা শেষে চোখের জ্বলে শেষ বিদায় জানান আত্বীয় স্বজন ও বন্ধু বান্ধবরা।পর স্থানীয় করবস্থানে তাকে দাফন করা হয়।

ক্ষণ জন্মা এই প্রতিভাবান শিল্পী হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মা*রা গেছেন।

 

আলী ইনসান উপজেলার ইসলাম পুর ইউনিয়নের দক্ষিণ গনেশপুর -ছড়ারপার গ্রামের বাসিন্দা মো. দুদু মিয়ার পুত্র ।

আলী ইনসানকে হারিয়ে আমরা হারালাম সংস্কৃতি অঙ্গনের এক তরুন তারকা। ছাতকের ইতিহাস- ঐতিহ্য নিয়ে তার লিখা একটি গান অত্যন্ত জনপ্রিয়, এ গানটি সংস্কৃতি মনা মানুষের মুখে- মুখে উচ্চারিত হচ্ছে।

 

জনপ্রিয় কণ্ঠ শিল্পী আলী ইনসান ছিলেন সদা হাস্যোজ্জ্বল

একজন তরুণ। “আমার ময়না টিয়া” আমাদের ছাতক শহর ”

পাইয়া নিধি হারালাম, ঘুমের ঘরে” ইত্যাদি অনেক জনপ্রিয় গানের শিল্পী তিনি। আজ আমরা ছাতকবাসী একজন গুণী শিল্পীকে হারিয়েছি। আমরা ছাতকবাসী হারালাম জনপ্রিয় শিল্পী পাগল হাসান-কে এ শোক কাটতে না কাটতেই আমরা আজ আরেক তরুণ শিল্পী আলী ইনসান-কে ও হারালাম।