• ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকের নোয়ারাই ইউনিয়নের জুড়াপানি কাঠের ব্রিজে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৫
ছাতকের নোয়ারাই ইউনিয়নের জুড়াপানি কাঠের ব্রিজে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছাতক প্রতিনিধি:

ছাতকে নোয়ারাই ইউনিয়নের মৌলা কাঠের ব্রিজ থেকে নীচে পড়ে মোটরসাইকেল আরোহী জয়নাল মিয়ার (৪০) মৃত্যু হয়েছে। তিনি দোয়ারাবাজার উপজেলায় নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের রইছ আলীর ছেলে।

 

শুক্রবার (১৭ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নরসিংপুর -ছাতক সড়কের জুড়াপানি-মৌলা এলাকায় কাঠের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক কাজে দুই ভাই একসাথে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে বড়ভাই জয়নাল মিয়া ও ছোটভাই আয়নাল মিয়া ছাতকের দিকে যাচ্ছিলেন। রাস্থার মধ্যে জুড়াপানি-মৌলা এলাকার কাঠের ব্রিজ থেকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে । এ সময় মোটরসাইকেলের পেছনে বসা জয়নাল মিয়া গুরুতর আহত হন। আহত জয়নাল মিয়াকে ছাতক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এ দুর্ঘটনায়  আয়নাল মিয়াও গুরুতর আহত হয়েছেন।