• ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকে যুবলীগ নেতা শহিদ গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫
ছাতকে যুবলীগ নেতা শহিদ গ্রেফতার

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের

যুবলীগ নেতা আব্দুস শহিদকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর রাতে থানার বিশেষ অভিযানে মন্ডলীভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি, ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডের (শাহজালাল আবাসিক এলাকা) মৃত আছকির আলীর পুত্র ও ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আব্দুস শহিদ (৪৫)।

 

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের আগেও আব্দুস শহিদ ভূমি দখল, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরীহ মানুষের জীবন অতিষ্ঠ করতেন।

গণঅভ্যুত্থানের পরেও তার দাপটে প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলার সাহস কেউ সঞ্চয় করতে পারেননি।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মো. আব্দুল শহিদকে আদালতে প্রেরণ করা হয়েছে।