• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতক নৌপুলিশের অভিযানে ২৬শ ফুট বালু ভর্তি নৌকাসহ আটক ১

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫
ছাতক নৌপুলিশের অভিযানে ২৬শ ফুট বালু ভর্তি নৌকাসহ আটক ১

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক নৌ পুলিশের অভিযানে ২৬শ ঘনফুট বালুসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার রাত সোয়া ৪ ঘটিকার সময় কোম্পানীগঞ্জের লামলীগাঁও এলাকায় এসব আটক করা হয়।

 

জানা যায়, ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নি:) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে সিলেটের কোম্পানীগঞ্জ থানার লামলীগাঁও বুড়িডহর এলাকায় ইজারা বহির্ভূত পিয়াইন নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৬শ ঘনফুট বালু ভর্তি ১টি ইঞ্জিন চালিত স্টিলের নৌকাসহ

সুনামগঞ্জের তাহিরপুর থানার বালিঝুড়ি গ্রামের আবুল কালামের পুত্র সোহাগ আহমদ (২৫) কে আটক করা হয়।

 

উক্ত ঘটনায় পুলিশ পরিদর্শক (নি:) মো: আনোয়ার হোসেনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় সিলেটের কোম্পানীগঞ্জ থানায় (মামলা নং-০৭) দায়ের করা হয়। আসামিকে থানায় হস্তান্তরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।