ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা প্রায় অর্ধকোটি টাকার চোরাচালানসহ ট্রাক আটক করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) ভোরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের হাসনাবাদ এলাকায় এসব আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে ছাতক গোবিন্দগঞ্জ সড়কের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিংড়ি মাছের শুটকি বোঝাই একটি ট্রাক আটক করেন।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিলেটগামী ঢাকা মেট্রো-ন ১৩-৯১৩৯ নম্বরের ভারতীয় শুটকিভর্তি ট্রাকটি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ৭৪ বস্তা ভারতীয় চিংড়ি মাছের শুটকি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৬৪ হাজার টাকা এবং ট্রাকের মূল্য প্রায় ২০ লাখ টাকা।
এ ঘটনায় এসআই আব্দুর রাহিম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালানের সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পাশাপাশি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।