ছাতক প্রতিনিধি:
ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ আমিন উদ্দিন।
বক্তব্যে ইমাম হাফেজ আমিন উদ্দিন বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য এক পরিপূর্ণ দিকনির্দেশনা। তিনি এমন এক সময়ে আবির্ভূত হন, যখন পৃথিবী অশান্তি ও অবিচারে নিমজ্জিত ছিল। নবীজির (সা.) আদর্শ কেবল ধর্মীয় শিক্ষা নয়, বরং নৈতিকতা, মানবকল্যাণ ও সমাজ সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ পথনির্দেশ। তরুণ প্রজন্মকে তাঁর আদর্শে উদ্বুদ্ধ করা সময়ের দাবি।
সভায় ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ছিল সত্য, ন্যায়, শান্তি ও মানবিকতার জীবন্ত দৃষ্টান্ত। সমাজে নৈতিক অবক্ষয় ও দুর্নীতি প্রতিরোধে তাঁর আদর্শ অনুসরণ অপরিহার্য। শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং বাস্তব জীবনে নবীজির আদর্শ প্রতিফলন ঘটালেই আমরা প্রকৃত অনুসারী হতে পারি।
আলোচনায় মসজিদের মুয়াজ্জিন মুহাম্মাদ সাজ্জাদুর রহমান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মহানবী (সা.)-এর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।##