• ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্বপ্ন পুরন করা হলো না, ইতালি পৌছেছে নবীনের লাশ!

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫
স্বপ্ন পুরন করা হলো না, ইতালি পৌছেছে নবীনের লাশ!

ছাতক প্রতিনিধি:

স্বপ্ন পুরন করতে সুনামগঞ্জের ছাতকের নবীন হোসেন নামের যুবক লিবিয়া হয়ে সাগর পথে রওয়ানা হলে ইতালি পৌছেই তিনি মৃত্যুবরণ করেন।

গত সোমবার রাতে ভূমধ্যসাগরের কিনার থেকে ইতালিয়ান

পুলিশ (গার্ডিয়া কোষ্টিয়েরা) তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

 

তিনি, উপজেলার সিংচাপইড় ইউনিয়নের

খাসগাঁও গ্রামের মোবারক আলীর পুত্র নবীন হোসেন (৩০)।

 

জানা যায়, স্বপ্ন পুরনের জন্য তিন মাস আগে নবীন লিবিয়া গিয়েছিলো। গত ৩ দিন আগে সে লিবিয়া থেকে সাগর পথে ইতালির উদ্দেশ্যে পাড়ি জমায়।ভূমধ্যসাগরের কিনার থেকে ইতালিয়ান

পুলিশ (গার্ডিয়া কোষ্টিয়েরা) তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নামে। পরিবারের সদস্যদের আর্তনাদে গ্রামের বাতাস ভারী হয়ে আসছে।