ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ফার্মেসিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
গত বুধবার ছাতক পৌর এলাকার ‘দে ফার্মেসি’ ও ‘জাবা মেডিকেল ফার্মেসি’ নামের দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট ফার্মেসিগুলোর বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারার (খ), (গ), (ঘ) উপধারায় একাধিক অনিয়ম পাওয়া যায়। অভিযানকালে সুনামগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মিঠুন সাহা এবং তাঁর টিম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ফার্মেসি ব্যবসায়ীদের ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।