ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ৯০ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯।
গত শনিবার ছাতক পৌরসভার আবাসিক এলাকা থেকে এসব আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর আভিযানিক দল সুনামগঞ্জ জেলার ছাতক পৌর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও রফিক নামের এক ব্যক্তিকে আটক করেন।
সে, ছাতক পৌরসভার মন্ডলীভোগ গ্রামের নুরু মিয়ার পুত্র রফিক মিয়া (৪৭)।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।