• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫
ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে আওয়ামীলীগ নেতা আব্দুল মমিনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ছাতক কোর্ট পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

তিনি, উপজেলার নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ সিকান্দর আলী, এসআই মোহাম্মদ মোফাখখারুল ইসলাম, এসআই রোমেন মিয়া, এএসআই শওকত আলীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আব্দুল মমিনের বিরুদ্ধে নিয়মিত মামলার অভিযোগ রয়েছে।

 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।