ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৮ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত রোববার রাত ৯ ঘটিকার সময় উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সিংগুয়া গ্রামস্থ বটেরখাল নদীর পূর্ব পাড়ে মেসার্স ইকবাল স-মিলের সামন হইতে বিদেশী মদসহ আসামিকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই মোঃ আখতারুজ্জামান, এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এসআই মোঃ মঞ্জুরুল ইসলাম, এএসআই মাসুদ মিয়া, এএসআই আরিফুজ্জামান, এএসআই মহি উদ্দিন, কনস্টেবল সাগর সরকার অভিযান চালিয়ে মোঃ কেনু মিয়া প্রকাশ বকুলকে গ্রেফতার করেন।
তিনি, উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র মোঃ কেনু মিয়া প্রকাশ বকুল (৫০)। তার হেফাজত থেকে বিদেশি ৭৮ বোতল মদ উদ্ধার করা হয়। যার আনু: মুল্য ৫৩ হাজার টাকা।
এঘটনায় এসআই আখতারুজ্জামান বাদী হয়ে এজাহার দায়ের করিলে থানার (মামলা নং-২২) দায়ের করা হয়। মামলার তদন্তভার এসআই মোঃ সিকান্দর আলীর নামে প্রদান করা হয়। আসামিকে পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।