• ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে সিএনজি চুরির মামলা করায় বাদীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২২, ২০২৫
ছাতকে সিএনজি চুরির মামলা করায় বাদীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

ছাতক প্রতিনিধি:

ছাতকে সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনায় মামলা দায়ের করায় অস্ত্র দিয়ে বাদীকে ফাঁসানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শুক্রবার বিকেলে ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামের ওয়ারিছ আলীর পুত্র প্রবাসী আব্দুল মজিদ।

 

লিখিত বক্তব্যে আব্দুল মজিদ বলেন, গত ৭ জুলাই রাত ১২টা থেকে সকাল ১০টার মধ্যে যুক্তরাজ্য প্রবাসী আল আমিনের গ্যারেজ থেকে তার মালিকানাধীন একটি সিএনজি অটোরিকশা (রেজিঃ সুনামগঞ্জ থ-১১-২৫১১) চুরি হয়। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে থানায় মামলা (নং ১৪/২৩৬) দায়ের করেন।

এর প্রেক্ষিতে থানা পুলিশ রাউলী গ্রামের মৃত মখলিছ আলীর স্ত্রী ফুলবাহার, একই গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী বেগম বাহার ও দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামের ছুরাব আলীর পুত্র সায়মন আহমদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। ইতোমধ্যে বেগমবাহার ও ফুলবাহার জামিন নিয়েছেন।

 

অন্যান্য আসামিরা এখনো গ্রেফতার হয়নি। তিনি বলেন, সিএনজি অটোরিকশা চুরির মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষরা।

তিনি বলেন, আগিজাল গ্রামের বুরহান উদ্দিনের জায়গায় ইট রেখে তিনি বসতঘর নির্মান করছিলেন। ওই ইটের স্তুপ থেকে গত ২০ আগষ্ট ভোরে যৌথবাহিনী একটি বিদেশি রিভলভার উদ্ধার করেন। যৌথবাহিনী কর্তৃত অস্ত্র উদ্ধারের পর আমার মামলার আসামিদের আত্মীয় কলিম উদ্দিন নামের ৭এপিবিএন এ কর্মরত জনৈক ব্যক্তি তার নামীয় ফেইসবুকে অশ্লিল ভাষায় আমাকে হুমকি দেন। এছাড়া মামলার ৪নং আসামি জামিল হকের সৎ ভাই রবিউল, তার চাচাতো ভাই ফয়জুল হক তাদের নামীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও হুমকি প্রদান করেন। এছাড়া আসামিদের আত্মীয় রিয়াজুল হক মারুফ, এইচকে শিপন আহমদের নামীয় ফেইসবুক আইডি দিয়ে আমার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে নানা অপপ্রচার চালিয়ে মানহানি করে যাচ্ছেন। আব্দুল মজিদ আরো বলেন, আমার জীবিকার একমাত্র অবলম্বন সিএনজি অটো রিকশা চুরি হয়ে যাওয়ায় তিনির পরিবারসহ চরম কষ্টে জীবন-যাপন করছেন। সিএনজি অটো রিকশাটি উদ্ধারসহ মামলার আসামি গ্রেফতার ও হুমকী দাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।